ভাঙা তরী ছেড়া পাল’ গানের ‘মডেল’ হয়ে সোশাল মিডিয়ায় পরিচিতি পাওয়া সেলিম ফকির ওরফে হেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলোচিত এই গানের মডেল সেলিম ফকির ছিলেন ভয়ঙ্কর সিরিয়াল কিলার। উত্তরবঙ্গ এলাকায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে সাজাও হয়েছে। কিন্তু নিজেকে আড়াল করতে তিনি সব সময় বিভিন্ন বেশভূষা ধারণ করেছেন। অবশেষে র্যাব তাকে গ্রেপ্তার করেছে।
কমান্ডার মঈন বলেন, সেলিম ফকির নিজেকে আত্মগোপনে করতে বিভিন্ন সময় মাজার বা রেলস্টেশনে থাকতেন। যতটুকু আমরা জানতে পেরেছি সেলিম প্রায় চারটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
সেলিম ফকির, হেলাল, হেলাল হোসেন- এরকম বিভিন্ন নাম ব্যবহার করে আসছিলেন পলাতক এই আসামি। তাকে ‘ভয়ঙ্কর এক সিরিয়াল কিলার’ হিসেবে বর্ণনা করছেন র্যাব কর্মকর্তারা।
তবে কোথা থেকে কীভাবে সেলিমকে গ্রেপ্তার করা হল, তিনি কোন কোন মামলার আসামি, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য দেয়নি র্যাব।
মঈন বলেন, বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।