বাংলাদেশসহ ১৫৩ দেশের ট্রানজিট ফ্লাইট বাতিল করলো হংকং

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশসহ ১৫৩টি দেশ ও অঞ্চলের যাত্রীদের জন্য ট্রানজিট সুবিধা বাতিল করেছে হংকং। একমাস এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

শুক্রবার (১৪ জানুয়ারি) এই ঘোষণা দেওয়া হয় বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

universel cardiac hospital

গত বছরের শেষ হতে এখন পর্যন্ত দ্রুত সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টে ৫০ জন আক্রান্তের পর এই সিদ্ধান্তের কথা জানালো হংকং।

শুক্রবার হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, তালিকায় থাকা ১৫৩টি দেশের ট্রানজিট ফ্লাইট হংকংয়ে অবতরণ করতে পারবে না।

এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দক্ষিণ এশিয়ান দেশগুলোও আছে।

হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, গত ২১ দিনে যারা দুই ঘণ্টার ওপরে এ রাষ্ট্রগুলোতে অবস্থান করেছেন, তারা কোনো যাত্রীবাহী ফ্লাইটে হংকংয়ে প্রবেশও করতে পারবেন না। ১৬ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ ইতোমধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফ্লাইট স্থগিত করেছে।

শেয়ার করুন