টাঙ্গাইলে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলেন আ.লীগের শুভ

টাঙ্গাইল প্রতিনিধি

খান আহমেদ শুভ
ফাইল ছবি

টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ।

জানা যায়, খান আহমেদ শুভ (নৌকা) প্রতীকে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী জহিরুল ইসলাম জহির (লাঙল) পেয়েছেন ১৬ হাজার ৭শত ৭৩ ভোট।

universel cardiac hospital

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নূরু (মোটরগাড়ি) ২৪ শত ৩৬ ভোট, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির গোলাম নওজব চৌধুরী (হাতুরি) ১ হাজার ৪৫ ভোট এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির রূপা রায় চৌধুরী (ডাব) ৪ শত ৩৮ ভোট পেয়েছেন।

আজ রোববার রাত সাড়ে ৭ টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী। তিনি জানান, এ নির্বাচনে মোট ১ লাখ ২৪ হাজার ৭ শত ৫১ বৈধ ভোট পড়েছে।

এ আসনে ১২১ টি কেন্দ্রের ৭৫৬ টি কক্ষে প্রথমবারের মতো ইভিএম’এ ভোট হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ভোটকেন্দ্র গুলোতে ৮ ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও মোতায়েন ছিলো র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার।

এর আগে গত ১৬ নভেম্বর এই আসনের টানা চারবারের এমপি একাব্বর হোসেনের ইন্তেকালের পর আসনটি শুণ্য হয়। এ উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজার ৩৭৯ জন। এদের মধ্যে নারী ১ লাখ ৭০ হাজার ৫০১ জন ও পুরুষ ১ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন এবং এদের মধ্যে ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

শেয়ার করুন