রাজধানীর মগবাজারে একই পরিবহনের দুটি বাসের রেষারেষিতে মাঝখানে পড়ে মো. রাকিব নামে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ যায় শিশুটির।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজমেরী গ্লোরী পরিবহনের দুটি বাস একে অন্যকে পেছনে ফেলতে প্রতিযোগিতায় লিপ্ত হয়। বাস দুটি মগবাজার মোড়ে এসে সমান্তরাল হয়। এ সময় বেপরোয়া বাস দুটির মাঝখানে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় রাকিব।
এই ঘটনায় দুই বাসের চালক ও সহযোগীরা পালিয়ে যায়। তাদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘দুই বাসের চাপায় পড়ে রাকিব নামে এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনার পর বাস দুটির চালক ও হেলপার পালিয়ে গেছে। আমরা বাস দুটি আটক করেছি।’
এদিকে বৃহস্পতিবার সকালে রাজধানীর ওয়ারী এলাকায় ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে এক যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে চালকের সহকারীর বিরুদ্ধে। নিহতের নাম ইরফান আহমেদ। সকাল ১০টার দিকে গুলিস্তানের জয়কালী মন্দিরের কাছে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত মোজাম্মেলকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছে।
রাজধানীর গণপরিবহনে বিশৃঙ্খলা চলে আসছে বহুকাল ধরে। দিনে দিনে সেই বিশৃঙ্খলা শুধু বাড়ছেই। এ ধরনের দুর্ঘটনা আগেও ঘটেছে। যখনই দুর্ঘটনা ঘটে কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। কিন্তু কয়েক দিন পর আবার পুরনো চেহারাই দৃশ্যমান হয়।