মমেকের করোনা ইউনিটে তিন জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫

ময়মনসিংহ প্রতিনিধি

মমেক
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক)। ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক জন এবং উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। আরও ১২৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার সকালে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

universel cardiac hospital

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরে রাবেয়া খাতুন (৬৫)। করোনার উপসর্গ নিয়ে মারা যান জেলার জামালপুরের দুলাল উদ্দিন (৮০) ও নেত্রকোণার এনামুল হক (৩৮)।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন শনাক্ত হয়েছেন ১২৫ জন। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। বর্তমানে করোনা ইউনিটে ৩২ জন পজিটিভ রোগীসহ ভর্তি রয়েছেন ৬৮ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রয়েছেন ৪ জন রোগী।

শেয়ার করুন