ঘানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

ঘানায় ভয়াবহ বিস্ফোরণ
সংগৃহীত ছবি

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৯ জন। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার দেশটির সরকারের পক্ষ থেকে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর এএফপি।

universel cardiac hospital

এ বিস্ফোরণে ধসে পড়েছে প্রায় ৫০০ ভবন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এএফপির খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। স্থানীয়দের দাবি, স্বর্ণ উত্তোলনের জন্য ট্রাকে করে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল খনি এলাকায়। এ সময় ট্রাকেই বিস্ফোরণ ঘটে। এতে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি।

দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, স্বর্ণখনির জন্য বিস্ফোরক বহনকারী একটি গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষে ফলে এ বিস্ফোরণ ঘটে। পুলিশের তরফ থেকে স্থানীয়দের নিরাপদে থাকার জন্য ওই এলাকা ছেড়ে আশপাশের এলাকায় যেতে আহ্বান জানানো হচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংগঠনের (এনএডিএমও) উপপরিচালক সেজি সাজি আমেদোনু বলেন, প্রায় ৫০০টি ভবনধসে পড়েছে।

শেয়ার করুন