সারাদেশে একদিনে টিকা নিলেন ১৪ লাখেরও বেশি মানুষ

নিজস্ব প্রতিবেদক

করোনার টিকাদান কার্যক্রম
ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১৪ লাখেরও বেশি মানুষ। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১১ লাখ ৩ হাজার ৬৯৫ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন তিন লাখ ২৯ হাজার ৯৮৭ জন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সবশেষ ২৪ ঘণ্টায় প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ পাঁচ লাখ ২৬ হাজার ৮৭৪ জন ও নারী পাঁচ লাখ ৭৬ হাজার ৮২১ জন। এছাড়া দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ৭০ হাজার ৯৯৫ জন ও নারী এক লাখ ৫৮ হাজার ৯০২ জন।

করোনা ভাইরাস প্রতিরোধে দেশে গত বছরের ২৭ মার্চ টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এ টিকাদান কির্মসূচির উদ্বোধন করেন।

এদিকে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পর্যন্ত দেশে সর্বমোট টিকা দেওয়া হয়েছে ১৫ কোটি ১৩ লাখ ৯০ হাজার ৪৪ ডোজ। এর মধ্যে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে নয় কোটি ২৪ লাখ ২৬ হাজার ২৩৩ জনকে। দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে পাঁচ কোটি ৮০ লাখ ৫ হাজার ২৫৯ জনকে। এছাড়াও বুস্টার ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা নয় লাখ ৫৮ হাজার ৫৫২ জন।

দেশে করোনা টিকা গ্রহণের জন্য সর্বমোট নিবন্ধন করেছেন আট কোটি ৪৪ লাখ ৯০ হাজার ৯৩৪ জন। এদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আট কোটি ২০ লাখ ৪২ হাজার ২৯ জন, পাসপোর্টের মাধ্যমে ১২ লাখ ৮১ হাজার ৪৬৪ জন এবং জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে ১১ লাখ ৬৭ হাজার ৪৪১ জন নিবন্ধন করেন।

শেয়ার করুন