শুক্রবার থেকেই শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। চলমান এই এবারের আসরে অংশ নিতে আজ (রোববার) ঢাকায় এসেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ব্যাটার ক্রিস গেইল। ফরচুন বরিশালের হয়ে মাঠে নামবেন তিনি। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামতে চান এই ক্যারিবিয়ান ক্রিকেটার।
শুক্রবার ঢাকায় আসার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে সেটা আর হয়ে উঠেনি। গেইল ঢাকায় আসলেন রোববারে।
গেইল এসেই প্রথম ম্যাচ জেতার জন্য ফরচুন বরিশাল দলকে ধন্যবাদ জানিয়েছেন। গেইল এক ভিডিও বার্তায় গেইল বলেন, `ফরচুন বরিশাল দলকে আমাকে নেওয়ার জন্য ধন্যবাদ।‘
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইল খেলেছেন ৪২টি ইনিংস, রয়েছে ৫টি শতক, মোট রান করেছেন ১৪৮২ ।
ক্রিসে গেইল ছাড়াও বিদেশি তারকাদের মধ্যে মুজিব উর রহমান, ডোয়াইন ব্রাভো, জ্যাক লিনটট এবং আলযারি জোসেফকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।