বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি?

ক্রীড়া প্রতিবেদক

যুব বিশ্বকাপ
ছবি : সংগৃহীত

ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আট দল। বাংলাদেশও প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে টানা দুই জয়ে নাম লিখিয়েছে শেষ আটে। যেখানে চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের রানারআপ ভারত। বাকি ছয় দল কারা?

বাংলাদেশ ‘এ’ গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানারআপ দক্ষিণ আফ্রিকা।

universel cardiac hospital

‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। তাদের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপ রানারআপ অস্ট্রেলিয়া। ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সামনে পড়েছে ‘সি’ গ্রুপের রানারআপ আফগানিস্তান।

২৬ জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

এবার কোয়ার্টারেই বাংলাদেশের মুখোমুখি সেই ভারত

১০ ফেব্রুয়ারি, ২০২০। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দিনটি স্বর্ণাক্ষরেই লিখা রয়েছে। দেশের ক্রিকেটে এদিনই যে প্রথম একটি বিশ্বকাপ ট্রফি যুক্ত হয় বাংলাদেশের নামের পাশে।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এখনও তারা চ্যাম্পিয়ন।

এর মধ্যে আরেকটি বিশ্বকাপ শুরু হয়ে গেছে। বাংলাদেশের সামনে আবার পড়েছে সেই ভারত। তবে এবার ফাইনালে নয়, কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যাচ্ছে উপমহাদেশের দুই প্রতিদ্বন্দ্বীর।

শনিবার রাতে আরব আমিরাতকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপ সুপার লিগ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপ থেকে রানারআপ হয়ে পরেরপর্বে পা রেখেছে যুবা টাইগাররা।

অন্যদিকে উগান্ডাকে ৩২৬ রানে উড়িয়ে দিয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফলে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত হয়েছে বাংলাদেশ-ভারত লড়াই।

ভারত কি এবার গত বিশ্বকাপ ফাইনালে হারের শোধ নেবে? নাকি আরও একবার ভারতীয়দের স্বপ্ন ভেঙে দেবে বাংলাদেশ? উত্তরটা জানা যাবে ২৯ জানুয়ারি। ম্যাচটি হবে এন্টিগা-বারবুডার কলিজ ক্রিকেট স্টেডিয়ামে।

কোয়ার্টার ফাইনালের সূচি

২৬ জানুয়ারি : ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
২৭ জানুয়ারি : শ্রীলঙ্কা-আফগানিস্তান
২৮ জানুয়ারি : পাকিস্তান-অস্ট্রেলিয়া
২৯ জানুয়ারি : বাংলাদেশ-ভারত

শেয়ার করুন