মোদি সরকারের পদ্মভূষণ প্রত্যাখ্যান করলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব

ডেস্ক রিপোর্ট

বুদ্ধদেব ভট্টাচার্য

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দেশটির সম্মানজনক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হলেও তা প্রত্যাখ্যান করেছেন। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের দেওয়া এই সম্মান ফিরিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের সর্বশেষ কমিউনিস্ট মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক এবং জনসেবামূলক ক্ষেত্রে অবদানের জন্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করার কথা জানানো হয়৷ রাতেই বুদ্ধদেব ভট্টাচার্য বিবৃতিতে দিয়ে তা প্রত্যাখ্যান করেন।

universel cardiac hospital

বিবৃতিতে বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।’

নরেন্দ্র মোদি সরকারের দেওয়া এই সম্মান বুদ্ধদেব গ্রহণ করবেন কি না, তা নিয়ে শুরু থেকেই সংশয় ছিল। শেষ পর্যন্ত পুরস্কার ফিরিয়ে দেওয়ার বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷

বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াও একইভাবে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন প্রবীণ সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়৷ পুরস্কার ঘোষণার আগের দিন তাকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল৷ যা তিনি ভালোভাবে নেননি বলেই শিল্পীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর৷

বুদ্ধদেব ভট্টাচার্য যে কেন্দ্রীয় সরকারের এই সম্মান ফিরিয়ে দিতে পারেন, পুরস্কার ঘোষণার পরই সেই ইঙ্গিত দিয়েছিলেন সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে পদ্মভূষণ পুরস্কার প্রাপকদের তালিকায় নাম রয়েছে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের৷

বুদ্ধদেব ভট্টাচার্য ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দলের পলিটব্যুরোর সদস্য। তিনি ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন।

শেয়ার করুন