বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, মত ও পথ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, তাঁর স্ত্রী প্রফেসর ফাহিমা খাতুন ও তাদের একমাত্র কন্যা মুহসিনা ফারহাত চৌধুরী অন্বেষার আশু রোগ মুক্তি কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দক্ষিণ মোড়াইলের সিরাজে মদিনা মাদ্রাসায় এই দোয়ার আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া শিপু’র সঞ্চালনায় অনুুুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম.সাইদুজ্জামান আরিফ, সহ-সভাপতি রুমেল আল ফয়সল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লিয়াকত আলী সিদ্দিকী, আতাউর রহমান ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূইয়া প্রমুখ।
মোকতাদির চৌধুরী এমপি’র পুরো পরিবার করোনায় আক্রান্ত হয়ে ২৪ জানুয়ারি (বুধবার) থেকে নিজ বাসায় আইসোলশেনে আছেন।