শেষ হলো মেট্রোরেলের ভায়াডাক্ট বসানো

মহানগর প্রতিবেদক

মেট্রোরেলের ভায়াডাক্ট স্থাপন
মেট্রোরেলের ভায়াডাক্ট স্থাপন। ফাইল ছবি

বসানো হলো মেট্রোরেলের শেষ ভায়াডাক্ট। এর মধ্য দিয়ে ঢাকার উত্তরা থেকে শুরু হয়ে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার পথে মেট্রোরেলের ভায়াডাক্ট বসানোর কাজ শেষ হলো।

বৃহস্পতিবা বেলা সোয়া ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের কাছে ৫৮২ ও ৫৮৩ নম্বর পিয়ারের মধ্যে ভায়াডাক্টের শেষ অংশটি বসানো হয়। ভায়াডাক্ট পিয়ারগুলোর উপরে কংক্রিটের কাঠামো বসিয়ে যোগসূত্র তৈরি করে। এর ওপরেই রেললাইন বসানো হয়।

universel cardiac hospital

এদিন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এক অনলাইন সংবাদ সম্মেলনে ভায়াডাক্ট বসানোর কাজ শেষ হওয়ার ঘোষণা দেন।

২০১৬ সালে উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল ব্যবস্থা এমআরটি-৬ লাইনের নির্মাণকাজ শুরু হয়।

শেয়ার করুন