নির্বাচন কমিশন (ইসি) গঠন আইন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে আগামীকাল শনিবার সংবাদ সম্মেলনে ডেকেছে জাতীয় পার্টি (জাপা)। শনিবার, ২৯ জানুয়ারি বিকেল ৩টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন হবে। এতে বক্তব্য তুলে ধরবেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি মত ও পথকে নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ বিল-২০২২ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এ ছাড়া সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের করোনা মুক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি সংসদের আরটিপিসিআর-এ করোনার পরীক্ষার নমুনা দেন। আজ শুক্রবার সকালে তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
জাতীয় পার্টির আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদের অধিবেশনে যোগ দিতে গত ১৫ জানুয়ারি সংসদের আরটিপিসিআর-এ তিনি করোনার পরীক্ষার নমুনা দিলে পরীক্ষায় ফল পজিটিভ আসে। তবে করোনার কোনো উপসর্গ ছিল না তাঁর। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত ওষুধ সেবন করেন।