ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

মমেক
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক)। ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক জন করোনায় ও তিন জন উপসর্গে মারা গেছেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে হাসপাতালের ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

universel cardiac hospital

মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের ফজিলা খাতুন (৮৫), আবুল হাশেম (৪০), আলম মিয়া (৪৫), জেলার তারাকান্দার আবুল হোসেন (৮৫)।

তিনি বলেন, ‘বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটের ৮৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে ৪৬ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৮৫১ নমুনা পরীক্ষা করে ২৮৪ জন করোনা শনাক্ত হয়েছে।’

শেয়ার করুন