মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

মমেক
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক)। ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন আরও ১৫৮ জন।

শনিবার সকালে করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেন।

universel cardiac hospital

ডা. মহিউদ্দিন খান জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের ডা. জাহেদুল ইসলাম (৬১)। এ সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয় আশালতা সরকার ( ৬৮), মিম (১৮), মো. হালিম (৬০) ও সামাদ (৫৫) নামের চারজনের।

করোনা ইউনিটের এ ফোকাল পার্সন জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫৮ জন। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। বর্তমানে করোনা ইউনিটে ৪৮ জন পজিটিভ রোগীসহ ভর্তি রয়েছেন ৮৬ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ৬ রোগী।

শেয়ার করুন