রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (৩১ জানুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার এ তথ্য জানান।
সম্মেলনে তিনি বলেন, রোববার (৩০ জানুয়ারি) ধারাবাহিক অভিযানে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. মোজাম্মেল হোসেন আপেল ওরফে হাজী, মো. জাহাঙ্গীর আলম, মো. জমির খান, মো. মজিবর রহমান মজিদ ওরফে মোক্তার, মো. মাসুম গাজী, শফিকুল খরাদী, মো. কুদ্দুস আলী ও মো. কাউছার মিয়া।
একেএম হাফিজ আক্তার জানান, এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি সিলভার রংয়ের মাইক্রোবাস, ১টি বাটযুক্ত ব্যারেল কাটা বন্দুক, ১টি ওয়্যারলেস সেট, ১টি হ্যান্ডকাফ, ২টি ডিবি লেখা নকল জ্যাকেট, ২টি লোহার চাপাতি ও ২টি লোহার ধারালো ছুরি উদ্ধার করা হয়। কয়েক মাসে গ্রেপ্তারকৃত ডাকাত দলটি টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, হবিগঞ্জসহ ঢাকা মহানগরের আশপাশ এলাকায় বেশ কয়েকটি ডাকাতি সংঘটিত করেছে। পেশাদার এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে।