ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র মন্ত্রণালয়

চলমান ইউক্রেন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। কূটনৈতিক সংলাপের মাধ্যমে এ সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় ঢাকা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

universel cardiac hospital

এতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে এই অঞ্চলের সংকট শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন একটি শান্তিপূর্ণ উপায়ে সমাধান হতে পারে। আর এর সমাধান কেবল সংশ্লিষ্ট পক্ষের মধ্যে সংলাপ ও আলোচনার মাধ্যমেই সম্ভব।

তাই সংলাপ ও সহযোগিতার চেতনাকে সমুন্নত রেখে এই সংকট নিরসনে সব পক্ষকে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানায় বাংলাদেশ।

শেয়ার করুন