লবিস্ট নিয়োগের ইস্যুতে তদন্তের সক্ষমতা নেই ইসির: সচিব

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন
ফাইল ছবি

‘বিএনপি বিদেশে অর্থ পাঠিয়েছে কী না, তা খতিয়ে দেখার সুযোগ নির্বাচন কমিশনের নেই’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবির খোন্দকার। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার পর বিএনপির আয়-ব্যয়ের হিসাব খতিয়ে দেখার পাশাপাশি অন্যান্য কিছু এজেন্ডা নিয়ে রাজধানীর শেরে বাংলানগরে নির্বাচন ভবনে বৈঠকে বসে ইসি।

বৈঠকে বিএনপির লবিস্ট নিয়োগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া চিঠি উপস্থাপন করা হয়। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশন সচিব। এ সময় হুমায়ুন কবির খোন্দকার বলেন, ‘বৈঠকে বিএনপির লবিস্ট নিয়োগের ব্যাপারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিঠি নিয়ে আলোচনা হয়েছে৷ দলটি বিদেশে অর্থ পাঠিয়েছে কী না, সেটা খতিয়ে দেখার এখতিয়ার কমিশনের নেই। বিদেশে টাকা পাঠানো হয়েছে কী না, এ বিষয়ে কমিশন মনে করে, এটি কমিশনের আইনি কাঠামোর মধ্যে পড়ে না। তবে সরকারি নির্দিষ্ট সংস্থা এসব বিষয়ে তদন্ত করে কমিশনকে দিলে কমিশন সেটি খতিয়ে দেখবে৷’

universel cardiac hospital

সচিব আরও বলেন, ‘জামায়াত যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল নয়, সেহেতু তাদের নিয়ে কমিশন কোনো তদন্ত করবে না৷’ গত ১৮ জানুয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘যুক্তরাষ্ট্রে লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগে বিএনপি সাড়ে ৩৭ লাখ ডলার খরচ করেছে, যা বর্তমান মূল্যে ৩২ কোটি টাকার মতো।’

প্রতিমন্ত্রী পরেরদিন গণমাধ্যমকে জানান, ‘লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগে বিএনপির আর্থিক লেনদেন খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে।’

শেয়ার করুন