আরও তিন রুটে ‘ঢাকা নগর পরিবহন’ কার্যক্রম চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

বাস রুট রেশনালাইজেশনের আওতায় আরও ৩টি রুটে ঢাকা নগর পরিবহনের কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

সোমবার বিকালে নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভায় এই সিদ্ধান্ত হয়। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ভার্চুয়াল মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন।

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা নগর পরিবহনের প্রথম যাত্রাপথ ২১ নম্বর রুট। এটা সবুজ গুচ্ছের অন্তর্ভুক্ত। একই গুচ্ছের আওতায় নতুন ২২, ২৩ ও ২৬ নম্বর রুট আমরা চিহ্নিত করেছি।

নতুন ২২ নম্বর রুটের যাত্রাপথ- ঘাটারচর, বসিলা ও আসাদগেট হয়ে ফার্মগেট, শাহবাগ, পল্টন ও রূপসী হয়ে ভুলতা। ২৩ নম্বর রুটের যাত্রাপথ- ঘাটারচর-বসিলা-আসাদগেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি-শাহবাগ-পল্টন কমলাপুর-সায়েদাবাদ ও সাইনবোর্ড হয়ে মেঘনা ঘাট। আর ২৬ নম্বর রুটের যাত্রাপথ ঘাটারচর-বসিলা-আসাদগেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি-শাহবাগ-কাকরাইল-শাপলা চত্বর-দয়াগঞ্জ ও পোস্তগোলা হয়ে নারায়ণগঞ্জ।

নতুন তিনটি রুটে নগর পরিবহন কবে থেকে চালু হবে এমন প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, এসব রুটে আরও ভালো সেবা দিতে কী ধরনের পরিকল্পনা নিতে হবে, কী কী অবকাঠামো উন্নয়ন করতে হবে, এজন্য পরামর্শকরা কাজ শুরু করেছেন। আগামী সভায় তারা এ নিয়ে কমিটির কাছে সুপারিশ জমা দেবেন। পরে ভবিষ্যৎ করণীয় ঠিক করতে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কাজটি করতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।

এর আগে গত ২৬ ডিসেম্বর প্রথম দফায় ৫০টি বাস নিয়ে পরীক্ষামূলকভাবে ঢাকা নগর পরিবহন চালু করে বাস রুট রেশনালাইজেশন কমিটি। রাজধানীর ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ঢাকা নগর পরিবহন বাসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ও বেসরকারি প্রতিষ্ঠান ট্রান্সসিলভার সমন্বয়ে চালু হয় ঢাকা নগর পরিবহন।

বাস সার্ভিসের উদ্বোধনকালে মন্ত্রী বলেছিলেন, ঢাকায় বসবাসরত মানুষের জন্য একটি সুশৃঙ্খল ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করা হবে।

তখন মন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে এই রুটে ৫০টি বাস চলাচল করবে। পর্যায়ক্রমে বাসের সংখ্যা ১০০টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ২০২৩ সালের মধ্যে পুরো শহরেই এই সেবা চালু করার লক্ষমাত্রা রয়েছে বলে জানিয়েছিলেন মন্ত্রী ওবায়দুল কাদের।

শেয়ার করুন