কুয়েতে আঙুলের ছাপ ছাড়াই ইকামা নবায়ন করতে পারবে বাংলাদেশিরা

কুয়েত প্রতিনিধি

বাংলাদেশি পাসপোর্ট

আঙুলের ছাপ ছাড়াই প্রবাসী বাংলাদেশিদের ইকামা নবায়নের সুযোগ দিচ্ছে কুয়েত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবাসিক বিষয়ক বিভাগকে এক নির্দেশনায় জানিয়েছে, বাংলাদেশি কর্মীদের যেন ইকামা নবায়নের সময় সশরীরে উপস্থিত হয়ে আঙুলের ছাপ নথিভুক্ত করা থেকে অব্যাহতি দেওয়া হয়।

আরব টাইমস জানিয়েছে, কুয়েতে ৮৬ হাজার গৃহকর্মীসহ প্রায় ২ লাখ ৫৮ হাজার বাংলাদেশি রয়েছেন। এর আগে দেশটিতে বাংলাদেশি নাগরিকদের অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড যাচাই করার পাশাপাশি জালিয়াতি এড়াতে ও পাসপোর্টে উল্লিখিত ব্যক্তির সঠিক পরিচয় নিশ্চিত করতে আঙুলের ছাপ নথিভুক্তসহ সশরীরে উপস্থিত থাকতে হতো।

universel cardiac hospital

করোনা মহামারির সময় ইকামা নবায়ন করতে হতো অনলাইনে, যা এই পদ্ধতিকে কঠিন করে তুলেছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর সেই জটিলতা কাটছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনায় আরও বলা হয়েছে, ২০২০-২০২১ সালে যাদের আঙুলের ছাপ নেওয়া হয়েছে, তাদের ইকামা নবায়ন করতে নতুন করে আর ছাপ প্রয়োজন হবে না।

শেয়ার করুন