ঢাবিতে থাকছে না ‘ঘ’ ইউনিট, কমবে ১০৮৫ আসন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের পাঁচ ইউনিটের পরিবর্তে ‘ক’, ‘খ’, ‘গ’ এবং ‘চ’—এই চারটি ইউনিটের আওতায় আগামী বছর থেকে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৮৫টির মতো আসন কমানো হবে।

গতকাল সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

universel cardiac hospital

পরবর্তী একাডেমিক কাউন্সিলের সভায় এটি চূড়ান্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক উপস্থিত ছিলেন।

উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘ঘ ইউনিট না রাখার বিষয়ে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। সভায় সেটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী একাডেমিক কাউন্সিলের সভায় তা চূড়ান্ত হবে।’

শেয়ার করুন