চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ জয় পেয়েছে ৯ পদে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত দেড়টায় এ ফল ঘোষণা করেন মুখ্য নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আবু মোহাম্মদ আবুল হাশেম ২ হাজার ৯৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. নাজিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ২ হাজার ৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জিতেছেন সমন্বয় পরিষদের এএইচএম জিয়া উদ্দিন।
সহ-সভাপতি পদে সমন্বয় পরিষদের আজিজ উদ্দিন হায়দার, অর্থ সম্পাদক পদে সমন্বয় পরিষদের সালাউদ্দিন মনসুর চৌধুরী রিমু, লাইব্রেরি সম্পাদক পদে সমন্বয় পরিষদের মো. জাহিদুল ইসলাম চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সমন্বয় পরিষদের মেজবাহ উদ্দিন জিতেছেন।
বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ শফিক উল্লাহ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের আরশাদুর রহমান রিটু, সাংস্কৃতি সম্পাদক পদে ঐক্য পরিষদের লায়লা নূর জয়ী হন।
সাধারণ সদস্য পদে তৌহিদুল বারী চৌধুরী, এএনএম রোকনুজ্জামান মুন্না, মো. খোরশেদ আলম, মো. মোস্তফা করিম, তৌহিদুল ইসলাম, আবদুল্লাহ-আল-মামুন, বিলকিস আরা, আইনুল কামাল, শ্যামল চৌধুরী ও সেলিনা আক্তার নির্বাচিত হয়েছেন।