বাড়তে পারে দিনের তাপমাত্রা, কমবে রাতে

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

মাঘের প্রায় শেষ দিকে এসে আবহাওয়ায় নানা বৈচিত্র্য ঘটছে। কখনো শৈত্যপ্রবাহ, কখনো রোদ আবার কখনো বৃষ্টি। আজ সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দেশের আকাশ মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকলেও আজ দেখা মিলেছে সূর্যের। সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া ছিল ঢাকা শহরে।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে ঈশ্বরদীতে ১১ মিলিমিটার। ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বগুড়ায় আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে আগামী তিনদিনে আবহাওয়ায় খুব বেশি পরিবর্তন হবে না বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন