লোকনাথ রায় মাঠে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করলেন মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ট্যাংকের পাড়ের ঐতিহ্যবাহী ‘দানবীর লোকনাথ রায়’ মাঠে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি নিজে সশরীরে উপস্থিত হয়ে লোকনাথ মাঠে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করার নির্দেশ দেন।

universel cardiac hospital

জানা গেছে স্থাপনাটি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কৃর্তক নির্মাণ হচ্ছিল।

এরআগে বুধবার (৯ ফেব্রুয়ারি) লোকনাথ রায় মাঠে জনসাধারণের টিকা দেয়ার অজুহাত দেখিয়ে স্থাপনাটির নির্মাণ কাজ শুরু করে পৌরসভা। বিষয়টি জানাজানি হলে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সব শ্রেণি-পেশার মানুষ এই নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দায় ফেটে পড়েন।

পরে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মোকতাদির চৌধুরী নিজে ঘটনাস্থল পরিদর্শনে যান এবং স্থাপনা নির্মাণ বন্ধ করে দেন।

এদিকে লোকনাথ রায় মাঠে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করায় মোকতাদির চৌধুরী এমপি’র প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন পৌরসভার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেয়ার করুন