সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফ্যাফ ডু প্লেসি সেঞ্চুরি করে খুলনার সামনে ১৮৩ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল। জবাবে সেঞ্চুরি করে খুলনা টাইগার্সকে সহজ জয়ই এনে দিলেন ক্যারিবীয় ব্যাটার আন্দ্রে ফ্লেচার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয়ই নয় শুধু, তারকাসমৃদ্ধ দল মিনিস্টার ঢাকাকে বিদায় করে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিলো খুলনা টাইগার্স।
অবিশ্বাস্য! অসাধারণ! – বললেও ভুল বলা হবে। ১৮২ রানের জবাবে যে ব্যাটিং খুলনা টাইগার্সের দুই ওপেনার করলো তার প্রশংসা করা অসম্ভব। ১৮২ রানের জুটিই গড়েছেন মাহেদী হাসান এবং আন্দ্রে ফ্লেচার। কুমিল্লার বোলারদের উইকেটের চারপাশে বেদম মার দিয়ে খেলেছেন তারা দু’জন।
৪৯ বলে ৭৪ রান করে একেবারে শেষ মুহূর্তে মইন আলির বলে ডু প্লেসির হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাহেদী হাসান। ৬২ বলে ১০১ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আন্দ্রে ফ্লেচার। জয়ের জন্য শেষ একটি মাত্র রান দরকার ছিল, সেটা করেন সৌম্য সরকার।