ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক

নিজস্ব প্রতিবেদক

স্থপতি মহিউদ্দিন খাঁনের মৃত্যুতে মোকতাদির চৌধুরীর শোক

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের (ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া) নিরাপত্তা প্রহরী মীর কাশেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৩ ফেব্রুয়ারি (রোববার) ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া (ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়)র নিরাপত্তা প্রহরী জনাব মীর কাশেম গত ১২ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ রোজ শনিবার অসুস্থতাজনিত কারণে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। উনার এই মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাৎক্ষণিক আর্থিক অনুদান প্রদান করেন।

এছাড়া গত ১২ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ শনিবার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ৩২ তম সভায় জনাব মীর কাশেমের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে বিশ্ববিদ্যালয় হতে দুই (০২) মাসের বেতন ভাতা প্রদান, ট্রাস্টিদের তরফ হতে আর্থিক অনুদান এবং তার উপযুক্ত ছেলে সন্তানকে (যদি থাকে) ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে চাকুরী দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ।

শেয়ার করুন