জামায়াতের সেক্রেটারি জেনারেল তিন দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার, ১৪ ফেব্রুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এদিন পল্টন থানার মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. আব্দুল মালেক আদালতে হাজির করেন গোলাম পারোয়ারকে। আসামিকে গ্রেফতার দেখানো ও ১০ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী এস কে কামাল উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

রিমান্ড আবেদনে বলা হয়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, ষড়যন্ত্রের অর্থ জোগানদাতাদের শনাক্ত করা এবং অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের জন্য পরোয়ারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

উল্লেখ্য, গত বছরের ২৬ মার্চ জুমার নামাজের পর বিক্ষিপ্তভাবে এক দল মুসল্লি মোদিবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেন। তারা রাস্তায় বের হতে চাইলে পুলিশ লাঠি চার্জ করে এবং মসজিদ প্রাঙ্গণে টিয়ার শেল নিক্ষেপ করে। মুসল্লিরা তখন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়ে করে পুলিশ এবং সেই মামলায় পরওয়ারকে গ্রেফতার করা হয়। গোলাম পরওয়ারকে গত বছরের ৯ জুলাই ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

শেয়ার করুন