বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির।
রোববার (১৩ ফেব্রুয়ারি) ঢাকাস্থ মালদ্বীপ হাইকমিশনে বৈঠকটি অনুষ্ঠিত হয় ।
বৈঠকে দুই দেশের পর্যটন শিল্পের বিকাশে দেশ দু’টির মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে পরস্পরের ফলপ্রসূ আলোচনা হয়।
পর্যটন বিষয়ে লেখাপড়া করতে বাংলাদেশের শিক্ষার্থীদের মালদ্বীপে যাওয়ার আহ্বান জানিয়ে দেশটির হাইকমিশনার বলেন, মালদ্বীপ পর্যটনে ভালো। বাংলাদেশের শিক্ষার্থীরা সেখানে পর্যটন বিষয়ে পড়াশোনা করতে যেতে পারে।
এসময় মোকতাদির চৌধুরী এমপি পর্যটন শিল্পের বিকাশে মালদ্বীপের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে পর্যটন শিল্পের উন্নতিকল্পে সম্প্রীতি বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সমূহেরও প্রশংসা করেন হাইকমিশনার শিরুজিমাথ সামির।