যুক্তরাজ্যে ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম প্রিস্তাইকো বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ এড়াতে প্রয়োজনে ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করে দেবে কিয়েভ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন।
ভাদিম প্রিস্তাইকো বলেন, দেশের বর্তমান সংকট সমাধানের জন্য সর্বোত্তম সমাধানটিই খুঁজে বের করার চেষ্টা করছে ইউক্রেন সরকার। যুদ্ধ এড়াতে ন্যাটোতে যোগ দেওয়ার প্রস্তাব বাতিল করার মতো বড়সড় রাজনৈতিক ছাড় দিতেও প্রস্তুত কিয়েভ।
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ন্যাটোতে যোগ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেয় ইউক্রেনের পার্লামেন্ট। বর্তমানে ন্যাটোর সহযোগীর মর্যাদা ধারণ করছে দেশটি।
কিয়েভ ও পশ্চিমা দেশগুলো কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে বলে দাবি করে আসছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য এই দাবিগুলোকে “অন্ত:সারশূণ্য এবং ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছেন।
তিনি দাবি করেছেন, এই অঞ্চলে উত্তেজনা বাড়াতে এসব ‘গুজব’ ছড়ানো হচ্ছে। রাশিয়া কারও জন্য কোনো হুমকি তৈরি করেনি বলেও মন্তব্য করেন তিনি। দক্ষিণ-পূর্ব ইউক্রেনের সংকট সমাধানের জন্য কোনো সামরিক শক্তি ব্যবহারের চেষ্টা করা হলে তার পরিণতি গুরুতর হবে বলেও সতর্ক করে দেন পেসকভ।