বিপিএল : ব্যাট হাতে টানা চার আসরে বিদেশিদের জয়জয়কার

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে আবারও ব্যাটিংয়ের মুকুট গেলো এক বিদেশি ব্যাটারের মাথায়। অল্পের জন্য যা হাতছাড়া হলো অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের। সবাইকে ছাড়িয়ে বেয়ারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিদেশি ওপেনার উইল জ্যাকস।

প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেই বাজিমাত করলেন ২৩ বছর বয়সী এ তারকা ব্যাটার। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে মাত্র ২৫ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়েছিলেন জ্যাকস। তাই তার ওপর বাড়তি প্রত্যাশাই ছিল চট্টগ্রামের। সেই প্রত্যাশার পুরোটাই পূরণ করেছেন তিনি।

universel cardiac hospital

চট্টগ্রামকে তৃতীয় করার পথে ১১ ম্যাচ খেলে ৪১৪ রান করেছেন জ্যাকস। তার ব্যাট থেকে পঞ্চাশ ছাড়ানো ইনিংস এসেছে ৪টি। তবে আসরে পাঁচটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেও মোট রানের তালিকায় জ্যাকসকে ছাড়াতে পারেননি তামিম। তিনি ৯ ম্যাচে করেছেন ৪০৭ রান। এছাড়া ১১ ম্যাচে ৪১০ রান আছে আন্দ্রে ফ্লেচারের।

এ নিয়ে টানা চার আসরে ব্যাটিংয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন কোনো বিদেশি ব্যাটার। পঞ্চম আসরে ৪৮৫ রান নিয়ে সেরা ছিলেন ক্রিস গেইল। পরের দুই আসরে যথাক্রমে ৫৫৮ ও ৪৯১ রান করে সেরা ব্যাটার হয়েছিলেন রাইলি রুশো। এবার হলেন উইল জ্যাকস, ৪১৪ রান নিয়ে।

বিপিএলে দেশিদের মধ্যে এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার কীর্তি দেখাতে পেরেছেন শুধুমাত্র মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। টুর্নামেন্টের দ্বিতীয় আসরে ৪৪০ রান করেছিলেন মুশফিক। আর চতুর্থ আসরে তামিম করেছিলেন ৪৭৬ রান। এবার মাত্র ৭ রানের জন্য সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেননি তামিম।

বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক

১. উইল জ্যাকস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – ১১ ম্যাচে ৪১৪ রান, সর্বোচ্চ ৯২*
২. আন্দ্রে ফ্লেচার (খুলনা টাইগার্স) – ১১ ম্যাচে ৪১০ রান, সর্বোচ্চ ১০১*
৩. তামিম ইকবাল (মিনিস্টার ঢাকা) – ৯ ম্যাচে ৪০৭ রান, সর্বোচ্চ ১১১*
৪. কলিন ইনগ্রাম (সিলেট সানরাইজার্স) – ৯ ম্যাচে ৩৩৩ রান, সর্বোচ্চ ৯০
৫. ফাফ ডু প্লেসি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১০ ম্যাচে ২৯৫ রান, সর্বোচ্চ ১০১

বিপিএলের প্রতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক

১. আহমেদ শেহজাদ (বরিশাল বার্নার্স) – ১২ ম্যাচে ৪৬৮ রান, সর্বোচ্চ ১১৩* (প্রথম আসর)
২. মুশফিকুর রহীম (সিলেট রয়্যালস) – ১৩ ম্যাচে ৪৪০ রান, সর্বোচ্চ ৮৬ (দ্বিতীয় আসর)
৩. কুমার সাঙ্গাকারা (ঢাকা ডায়নামাইটস) – ১০ ম্যাচে ৩৪৯ রান, সর্বোচ্চ ৭৫ (তৃতীয় আসর)
৪. তামিম ইকবাল (চিটাগাং ভাইকিংস) – ১৩ ম্যাচে ৪৭৬ রান, সর্বোচ্চ ৭৫ (চতুর্থ আসর)
৫. ক্রিস গেইল (রংপুর রাইডার্স) – ১১ ম্যাচে ৪৮৫ রান, সর্বোচ্চ ১৪৬* (পঞ্চম আসর)
৬. রাইলি রুশো (রংপুর রাইডার্স) – ১৪ ম্যাচে ৫৫৮ রান, সর্বোচ্চ ১০০* (ষষ্ঠ আসর)
৭. রাইলি রুশো (খুলনা টাইগার্স) – ১৪ ম্যাচে ৪৯১ রান, সর্বোচ্চ ৭১* (সপ্তম আসর)
৮. উইল জ্যাকস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – ১১ ম্যাচে ৪১৪ রান, সর্বোচ্চ ৯২* (অষ্টম আসর)

শেয়ার করুন