এক ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে লাগা আগুন। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
মঙ্গলবার রাত ৭টা ৪৩ মিনিটে ইসলামিয়া সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে ৮টা ৫০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ৯৯৯ -এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ারসার্ভিসের চারটি ইউনিট। এরপর লালবাগ, পলাশী, আজিমপুর ও মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
নিউমার্কেট থানার ডিউটি অফিসার শাহীনুর আক্তার বলেন, আগুন লাগার পরেই তা দ্রুতই ছড়িয়ে পড়ে। তাৎক্ষণাত এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীদের কাজে সহায়তা করছে পুলিশ সদস্যরা।
তিনি জানান, মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকলেও বইয়ের মার্কেট খোলা ছিল। দোকানিরা জানান, করোনায় দীর্ঘদিন মার্কেট বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিয়ে মার্কেট মঙ্গলবারেও খোলা রাখা হয়।
এদিকে সরেজমিনে দেখা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ছুটে আসেন আশপাশের লোকজন ও পথচারীরা। তারা ফায়ার সার্ভিসের সাথে আগুন নেভাতে স্থানীয় দোকানিদের সহায়তা করেন। তবে, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি।
আগুন লাগার পর নিউমার্কেটমুখী সব রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। আশেপাশের দোকানপাট বন্ধ করে দোকানিরা রাস্তায় নেমে আসেন। উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশকে হিমশিম খেতে হয়।