‘ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ মহাসচিব নিরপেক্ষ নন’

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমা বিশ্বের চাপের কাছে মাথা নত করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এখতিয়ারের বাইরে গিয়ে ইউক্রেন ইস্যুতে বক্তব্য দিচ্ছেন বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ল্যাভরভ বলেছেন, এটা স্পষ্ট জাতিসংঘ মহাসচিব পাশ্চাত্যের চাপের মুখে কাজ করছেন, তাদের পক্ষে কথা বলছেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্ব ইউক্রেনের ঘটনাপ্রবাহ নিয়ে সম্প্রতি নানা ধরণের বক্তব্য দিয়েছেন গুতেরেস। কিন্তু বাস্তবতার সঙ্গে তার বক্তব্যের কোনো মিল নেই। পাশাপাশি এগুলো তার এখতিয়ারের মধ্যেও পড়ে না। এটা জাতিসংঘ ঘোষণার পরিপন্থী বলেও দাবি করেন তিনি।

সের্গেই ল্যাভরভ বলেন, জাতিসংঘ মহাসচিব কখনোই মিনস্ক চুক্তি নিয়ে কথা বলেননি এবং এর প্রতি সমর্থন জানাননি। মিনস্ক চুক্তির প্রধান একটি শর্ত ছিল পূর্ব ইউক্রেন থেকে সামরিক স্থাপনা, সামরিক সরঞ্জাম ও ভাড়াটে সেনাদের সরিয়ে নিতে হবে।
কিন্তু ইউক্রেনে এখনো প্রায় ১০ হাজার বিদেশি সামরিক বিশেষজ্ঞ স্থায়ীভাবে রয়ে গেছেন। এই সেনাসদস্যদের মধ্যে চার হাজারই মার্কিন যুক্তরাষ্ট্রের বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে দাবি করা হয়েছে।

সূত্র : বার্তা সংস্থা তাস/দ্য প্রিন্ট

শেয়ার করুন