ইউক্রেনের ৭৪ সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার হামলা
ইউক্রেনে রাশিয়ার হামলা । সংগৃহীত ছবি

ইউক্রেনের ৭৪টি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে রাশিয়া। এর মধ্যে ১১টি বিমানঘাঁটিও আছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র ইগোর কনাশেনকভ এই দাবি করেছেন।

তিনি আরও বলেন, ইউক্রেনের সামরিক হেলিকপ্টার ও চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

universel cardiac hospital

এদিকে ইউক্রেন বলেছে, তাদের অন্তত ৪০জন সৈন্য মারা গেছেন এবং ৩০ জনের বেশি বেসামরিক মানুষ মারা গেছেন। এর মধ্যে ওডেসা বন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ জন মারা গেছেন।

পাশাপাশি ইউক্রেন সেনাবাহিনী দাবি করেছে, তারা প্রায় ৫০জন রুশ ‌‘দখলদারকে’ গুলি করে হত্যা করেছে এবং ছয়টি রুশ বিমান গুলি করে নামিয়েছে, যদিও নিরপেক্ষভাবে এ দাবি যাচাই করা যায়নি।

সূত্র : এএফপি, বিবিসি, এনডিটিভি

শেয়ার করুন