গণটিকাদান কার্যক্রমের মেয়াদ বাড়ালো স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদায় গণটিকা গ্রহণের উপচেপড়া ভিড়ের ফাইল ছবি
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে গণটিকাদান কার্যক্রমের মেয়াদ বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একদিনে এক কোটি লোককে টিকা দেওয়া হবে বলা হলেও এর মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি (সোমবার) পর্যন্ত চলবে এই গণটিকাদান কর্মসূচি।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

universel cardiac hospital

ডা. ফ্লোরা জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। টিকা নিতে আসা মানুষের ভিড়ের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যেসব টিকাকেন্দ্রে ভিড় বেশি থাকবে সেসব কেন্দ্রে দুই দিন টিকা দেওয়া হবে। কোন কোন কেন্দ্রে দুই দিন টিকা দেওয়া হবে সে বিষয়ে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।

টিকাকেন্দ্রে যতক্ষণ ভিড় থাকবে ততক্ষণ টিকা দেওয়া হবে বলেও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম জানিয়েছিলেন, ২৬ ফেব্রুয়ারির পর প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ থাকবে। পরে অবশ্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ২৬ ফেব্রুয়ারির পরও প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ হবে না। তবে প্রথম ডোজের চেয়ে দ্বিতীয় ও বুস্টার (তৃতীয়) ডোজকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

শেয়ার করুন