রাশিয়ান বাহিনীকে বিভ্রান্ত করতে সড়কের সংকেত মুছে দিচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

ইউক্রেনের পথে পথে থাকা দিক নির্দেশনার চিহ্ন মুছে দিচ্ছে দেশটির সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একটি কোম্পানি। এতে শহরের ভেতরে রাশিয়ান সেনারা চরম বিপাকে পড়বে বলে জানিয়েছে।

ইউক্রেনীয় প্রতিষ্ঠান উক্রভটোড তাদের ফেসবুক পেইজে জানিয়েছে, ‘শত্রুদের যোগাযোগে দুর্বলতা রয়েছে। তারা ভূখণ্ডে সঠিকভাবে চলাচল করতে পারে না। আসুন তাদের নরকে যেতে সাহয্য করি’।

universel cardiac hospital

সড়কের দিক নির্দেশনা দেখে যেন রুশ বাহিনী কিয়েভে প্রবেশ করে আক্রমণ করতে না পারে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, পথের চিহ্ন না থাকায় বিভ্রান্ত হয়ে পড়বে তারা।

ইতোমধ্যে রুশ বাহিনী রাজধানীর আশপাশের শহরগুলোতে প্রবেশ করেছে। এছাড়া কিয়েভের আশপাশে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়াই অব্যাহত। রুশ অভিযানের চতুর্থ দিনেও রাজধানী কিয়েভ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সূত্র: আল জাজিরা।

শেয়ার করুন