জয় দিয়ে ২ মার্চের মধ্যে সামরিক অভিযান শেষ করতে চান পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

আগামী ২ মার্চের মধ্যে জয় দিয়ে ইউক্রেনে সামরিক অভিযান শেষ করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ মন্তব্য করেছেন সাবেক রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদরোভ।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেদরোভ বলেন, প্রেসিডেন্ট পুতিনের প্রাথমিক নির্দেশ ছিল ‘জয় দিয়ে ২ মার্চের মধ্যে অভিযান শেষ করা।

universel cardiac hospital

ফেদরোভ আরও বলেন, ইউক্রেনের প্রতিরোধ ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা নিয়ে মস্কোর ধারণার চেয়েও শক্ত প্রতিরোধ ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পুতিন সাত দিনের মধ্যে ইউক্রেনে সামরিক অভিযান শেষ করার নির্দেশ দিয়েছেন জানিয়ে সাবেক এই মন্ত্রী আরও বলেন, ‘কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনা হওয়া উচিত। আমি বন্ধু কিয়েভ ও ইউক্রেনের নেতৃত্বের অবস্থান সম্পর্কে জানি। তারা আলোচনায় বসতে ও আলোচনা করতে প্রস্তুত; তবে কোনো পূর্বশর্ত ছাড়াই।’

তার এ বক্তব্যের পরই জানা যায়, ইউক্রেনের প্রতিনিধি দল রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য বেলারুশে পৌঁছেছে।

শেয়ার করুন