ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ২
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকচাপায় আউয়াল মিয়া ৫০) ও ফয়েজ মিয়া (৪৫) নামে দুই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আউয়াল জেলার নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে এবং ফয়েজ একই গ্রামের হেকিম বেপারীর ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

universel cardiac hospital

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম মত ও পথকে জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়ামুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

শেয়ার করুন