আজ জাতীয় ভোটার দিবস

নির্বাচন কমিশন ভবন
ফাইল ছবি

আজ বুধবার (২ মার্চ) সারাদেশে চতুর্থ বারের মতো পালিত হবে জাতীয় ভোটার দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা জানান, ভোটার দিবস উপলক্ষে বুধবার সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি র‌্যালি বের করা হবে। এটি শেষ হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে। পরে বিকেল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আউয়াল কমিশন নিয়োগ পাওয়ার পর এটা তাদের প্রথম অনুষ্ঠান। সেখানে সব কমিশনারদের উপস্থিত থাকার কথা রয়েছে।

universel cardiac hospital

২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।

শেয়ার করুন