উদ্ধারের পর নিরাপদ আশ্রয়ে ২৮ নাবিক ও ইঞ্জিনিয়ার, জানালেন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনে অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলার পর সেখানকার ২৮ নাবিক ও ইঞ্জিনিয়ারকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। পোল্যান্ড থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এ খবর জানিয়েছেন।

তিনি জানান, ওই ২৮ জনকে বন্দর থেকে দুই কিলোমিটার দূরের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

universel cardiac hospital

রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বলেন, বন্দরটির আশপাশের এলাকায় বাংলাদেশি অনেকে রয়েছেন- যাদের সহায়তার এ কাজটি দ্রুত করা সম্ভব হয়েছে।

‘বাংলার সমৃদ্ধি’ নামের ওই জাহাজটিতে বুধবার রকেট হামলায় নিহত হওয়া ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহও একটি নিরাপদ হিমাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, হাদিসুর রহমানের মরদেহসহ এই ২৮ জনকে সীমান্ত পার করে পোল্যান্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিএসসির জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগে ইউক্রেইনের অলভিয়া বন্দরে গিয়েছিল। গত ২২ ফেব্রুয়ারি জাহাজটি অলভিয়া বন্দরে পৌঁছায়। ২৪ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু হলে সাধারণ পণ্যবাহী (বাল্ক ক্যারিয়ার) জাহাজটি ওই বন্দরে আটকা পড়ে।

সূত্র : বিবিসি।

শেয়ার করুন