টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ দল
বাংলাদেশ ক্রিকেট দল। সংগৃহীত ছবি

প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে উড়িয়ে স্বস্তি পেয়েছে বাংলাদেশ। আজ সিরিজ নির্ধারনী ম্যাচে আফগানদের মুখোমুখি টাইগাররা। জিতলে আফগানদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ নেওয়ার সুযোগ পাবে। এমন দিনে টসভাগ্যে হেসেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মিরপুরে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পেলেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশ ও র‍্যাংকিংয়ে আফগানদের টপকে ৮ নম্বরে উঠে আসার হাতছানি বাংলাদেশের সামনে। বর্তমানে এক পয়েন্টের ব্যবধান দুই দলের। বাংলাদেশ জয় পেলে ২৩৩ পয়েন্ট নিয়ে উঠে যাবে র‍্যাংকিংয়ের আটে। আফগানদের রেটিং হবে ২২৭, যা তাদের নামিয়ে দেবে ১০ম স্থানে।

universel cardiac hospital

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ যদি ১-১ এ ড্র হয়, তাহলে কোনো দলেরই অবস্থান পরিবর্তন হবে না। পাল্টাবে না রেটিংও। তবে বাংলাদেশ যদি ২-০ ব্যবধানে হেরে যায় তাহলে ২২৮ রেটিং নিয়ে এক ধাপ পিছিয়ে ১০ম স্থানে চলে যাবে টাইগাররা। ২৩৭ রেটিং নিয়ে আফগানিস্তান তখন উঠে যাবে ৭ম স্থানে। এই সিরিজ তাই আফগানিস্তানের জন্যও র‍্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ।

দুই দলের একাদশ

বাংলাদেশ : মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।

আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রাশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কায়েস আহমেদ ও দারউইশ রাসুলি।

শেয়ার করুন