ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় আহত মোটরসাইকেল আরোহী এনামুল হক (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এ নিয়ে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুই মারা গেলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত এনামুল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। ক্রিকেট খেলায় তিনি পারদর্শী ছিলেন বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
একাধিক সূত্র জানায়, বিজয়নগর উপজেলা থেকে দাওয়াত খেয়ে শনিবার রাতে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ফিরছিলেন নাজেল মাহমুদ খাঁ (২৪), নাজিম ভূইয়া (২৪) ও এনামুল (২৬)। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিন আরোহী। আহতদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাজেল ও নাজিমকে মৃত ঘোষণা করেন। পরে এনামুলকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
নিহত নাজেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজ পাড়ায়, নাজিমের বাড়ি আখাউড়ার ছতুরা শরীফ গ্রামে।