সৌদিতে প্রবাসী বাংলাদেশি যুবক খুন

হবিগঞ্জ প্রতিনিধি

তুহিন আহমেদ
তুহিন আহমেদ। সংগৃহীত ছবি

সৌদি আরবে তুহিন আহমেদ (২২) নামে এক যুবককে হত্যা করেছে তার সহকর্মী। শুক্রবার (০৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তুহিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের তারেক উদ্দিনের ছেলে।

universel cardiac hospital

স্থানীয়রা জানান, তুহিন কয়েক বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে সৌদি আরবে যান। সেখানে ইয়েমেন শহরের একটি রেস্তোরাঁয় কাজ করেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সহকর্মী তার নাকে-মুখে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার রাতে তার মৃত্যুর বিষয়টি গ্রামের বাড়িতে জানাজানি হলে শুরু হয় আহাজারি। খবর পেয়ে স্থানীয় ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান তুহিনের বাড়িতে গিয়ে সান্ত্বনা দেন।

ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নোমান আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমি তাদের বাড়িতে গিয়ে সান্ত্বনা দেই। তার মরদেহ আনার বিষয়ে পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন আহমেদ বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে কোনো কাগজপত্র পাইনি। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

শেয়ার করুন