ইউক্রেনের শিবিরে আটকে থাকা পাঁচ বাংলাদেশির বিষয়ে মিশনগুলোর মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ ছাড়া ইউক্রেনে আরও শ’খানেক বাংলাদেশি আটকা পড়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তাদের উদ্ধারের ব্যাপারেও সরকার তৎপরতা চালাচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘আটকে থাকা সবাইকে উদ্ধার করে বাংলাদেশে নিরাপদে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার যথেষ্ট আন্তরিক।’
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরব আমিরাত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। ইউক্রেনের বন্দরে বাংলাদেশি জাহাজে রাশিয়ার বোমা হামলায় নিহত বাংলাদেশি নাবিক হাদিসুরের মরদেহ এখনও ইউক্রেনে আছে বলেও নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ‘ইউক্রেনে থাকলেও হাদিসুরের মরদেহ নিরাপদে আছে।’
ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। কোথাও যুদ্ধ হোক তা বাংলাদেশ চায় না। বাংলাদেশ সবসময়ই শান্তির পক্ষে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরব আমিরাত সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, ৭ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত আমিরাতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। সফরকালে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলেও জানান মন্ত্রী।
এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের শিবিরে পাঁচ বাংলাদেশির আটকে থাকার ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় আটকে থাকা বাংলাদেশিরা তাদের উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন।