আরও ৪ অঞ্চলে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

রাশিয়া আবারো মানবিক কারণে ইউক্রেনের ৪ অঞ্চলে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবর বিবিসির।

universel cardiac hospital

খবরে বলা হয়, সাময়িক এ যুদ্ধবিরতি স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে। এ সময় ইউক্রেনের কিয়েভ, ছেরনিহেভ, সুমি, খারখিভ এবং মারিউপোলের বেসামরিক জনগণকে সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে।

এটি তৃতীয়বারের মতো সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা। এর আগে দুইবার সাময়িক যুদ্ধবিরতির ঘোঘণা দিলেও সেগুলো খুব সাফল্যজনক হয়নি।

ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, গতকাল সুমি থেকে ৫ হাজার লোককে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তবে ছেরনিহেভ থেকেও একইভাবে বেসামরিক লোককে সরিয়ে নিতে গেলে রাশিয়ার গোলাবষর্ণের কারণে তা সম্ভব হয়নি বলে দাবি করে ইউক্রেন কর্তৃপক্ষ।

শেয়ার করুন