সুইডেনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেহ্দী হাসান

নিজস্ব প্রতিবেদক

মেহ্দী হাসানকে সুইডেনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত করেছে সরকার। মেহ্দী বর্তমানে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (প্রশাসন) পদে কর্মরত আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।

মেহ্দী হাসান বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। কূটনীতিক হিসেবে তিনি হংকংয়ে কনসাল জেনারেল এবং মানামায় কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন। তিনি মস্কো ও নয়াদিল্লি­তে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

মেহ্দী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশল বিভাগে স্নাতক এবং পানি সম্পদ প্রকৌশল বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি প্যারিসে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বাংলা ভাষা ছাড়াও ফরাসি ভাষা ও ইংরেজিতে পারদর্শী।

শেয়ার করুন