দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়লো টাইগারদের প্রথম বহর

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ দল
বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি

অবশেষে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর। তিন ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ দল। তার প্রথম বহর আজ দেশ ছাড়লো।

বাংলাদেশ সময় পৌনে ১১টার ফ্লাইটে যাত্রা করা প্রথম বহরে ছিলেন দলের আটজন সদস্য।

তারা হলেন চার ক্রিকেটার নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি ও এবাদত হোসেন। এছাড়া নির্বাচক হাবিবুল বাশার সুমন, টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিজিও বায়েজিদ ইসলাম ও টিম অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু।

আজ রাত ১১টার ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা করবে বাংলাদেশ দলের দ্বিতীয় বহর। শেষ বহর তথা টেস্ট দলের স্পেশালিস্টরা যাবেন শনিবার সকাল পৌনে ১১টার ফ্লাইটে।

এর বাইরে আরও একটি ছোট্ট গ্রুপ যাবে দক্ষিণ আফ্রিকা। সে দলে থাকবেন বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, চিকিৎসক দেবাশীষ চৌধুরী এবং নতুন ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট।

আগামী ১৮ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে টাইগারদের। ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। ৩১ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। টেস্ট দলের গ্যারি কারস্টেনের একাডেমিতে ১০ দিনের বিশেষ অনুশীলন করার কথা রয়েছে।

শেয়ার করুন