আবারও কিয়েভের দিকে এগোচ্ছে রুশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর-পূর্বাঞ্চলীয় ইউক্রেনের দিকে ধীরে ধীরে এগোচ্ছে রুশ বাহিনী। যে কোনো উপায়ে কিয়েভ দখল করাই তাদের লক্ষ্য। মার্কিন প্রতিরক্ষা বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের ওই কর্মকর্তা বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় আকারের হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী। এখন তারা কিয়েভ থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

এদিকে মারিউপুল শহরে রুশ সেনাদের কারণে বেসামরিক লোকদের খাবার, পানি ও ত্রাণ সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এবং ইউক্রেনের দ্বিতীয় বড় শহর খারকিভ এখন পর্যন্ত রুশ সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন