পোল্যান্ড সীমান্ত সংলগ্ন ইউক্রেনের লভিভের সামরিক ঘাঁটিতে রাশিয়ার রকেট হামলার ঘটনায় ৩৫ জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন লভিভের গভর্নর মাকসিম কোজিটস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
লভিভের গভর্নর জানান, এ ঘটনায় এখন পর্যন্ত নিশ্চিতভাবে ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৩৪ জন।
স্থানীয় সময় রোববার ভোর ৫টা ৪৫ মিনিটে পোলিশ সীমান্ত সংলগ্ন ইউক্রেনের ওই সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সাইরেন বাজানো ১৯টি অ্যাম্বুলেন্সকে ঘাঁটির দিক থেকে গাড়ি চালিয়ে যেতে দেখা গেছে।