ইভিএম লো লেভেলের টেকনোলজি: ড. জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক

মুহম্মদ জাফর ইকবাল

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে বলা হচ্ছে, এটি নাকি অনেক হাই লেভেলের টেকনোলজি৷ কিন্তু আসলে তা নয় বলে মন্তব্য করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

তিনি আরও বলেছেন, এটার টেকনোলজি খুবই লো লেভেলের। এখন তো অনেক হাইটেক জিনিসপত্র আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইভিএম নিয়ে প্রজেক্ট করে।

universel cardiac hospital

রোববার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপের সময় এসব কথা বলেন তিনি।

এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ছাড়াও অন্য চার কমিশনার উপস্থিত ছিলেন। এছাড়া ১৩ জন শিক্ষাবিদ সংলাপে অংশ নেন।

নিরপেক্ষতাকে ভয় পান উল্লেখ করে তিনি বলেন, আমি স্বপ্ন দেখি, একদিন এমন নির্বাচন হবে যেখানে জয়ী দল এবং হারা দল- দুটিই মুক্তিযুদ্ধের পক্ষের হবে।

নির্বাচন কমিশনারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যত ভালো কাজই করেন, গালি খেতেই হবে। গালি নিয়ে ভাববেন না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যেন বলতে পারেন, আমি কাজটা ঠিকমতো করতে পেরেছি। এটা গুরুত্বপূর্ণ।

প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, দেশের প্রায় এক কোটি মানুষ বিদেশে থাকেন। তারাও দেশ নিয়ে ভাবেন। তারা কীভাবে ভোট দিতে পারেন সেটা দেখতে হবে। ইদানীং দেখা যাচ্ছে অনেকের জাতীয় পরিচয়পত্রে ভুল হচ্ছে। এটার জন্য অনেকে অনেক টাকা খরচ করেও সমাধান পাচ্ছেন না। কমিশন এটা দেখলে ও সমস্যার সমাধান করলে একটা পজিটিভ ইমপ্রেশন পড়বে।

শেয়ার করুন