দুই দিন বন্ধ থাকবে পাসপোর্টের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

পাসপোর্ট
ফাইল ছবি

আগামী দুই দিন (১৫ ‍ও ১৬ মার্চ) পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে অধিদফতর জানায়, সার্ভারের মানোন্নয়নের জন্য দেশের সব পাসপোর্ট অফিসে গ্রাহকসেবা কার্যক্রম দুই দিন বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের অধীন ডিজাস্টার রিকভারি সাইটে (ডিআরএস) ওএটি এবং ফেইল ওভার টেস্টের কারণে আগামী ১৫ ‍ও ১৬ মার্চ সব বিভাগীয়, আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

universel cardiac hospital

এতে আরও জানানো হয়, ই-পাসপোর্ট সেবার মান্নোনয়ন ও আপগ্রেডেশন কার্যক্রম পরিচালনার জন্য এ দুই দিনে (১৫ ও ১৬ মার্চ) সাক্ষাৎ পাওয়াদের ২০ মার্চ ও পরবর্তী কর্মদিবসে সেবা দেওয়া হবে।

অনিবার্য কারণবশত সেবা কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন